Friday, February 28, 2025

 প্রশ্ন- পাখির খরচ বাদে ৪০০ টাকা দৈনিক থাকবে কতগুলো মহিলা পাখি পালন করতে হবে মানে আমি চাচ্ছি দৈনিক ৪০০ টাকা রাখার জন্য


350 pis pallei hobe Jodi bajar 3 taka pis pan r 80/85% dim Jodi pan insha'Allah


আমি 2 বছর 700 কোয়েল পালন করেছি। বেশি টাকা থাকে না। দিন 170থেকে 180 টাকা থাকে। আপনি 1500 পাখি পালন করলে হয়তো 400 টাকা থাকতে পারে ।



62 ta pakhi theke daily 57/58+ dim pai.

3 tk kore sell dei, khaddo medicine cost 120 tk highest.


Valo management and dim er production and dim sell dite parle per quail 1 tk asha korai jai.

It's depends on management, production and price.



৫০০ টা মহিলা পাখি পাল্লেই হবে,,,

৫০০ পাখি দৈনিক খাবে ২৫ গ্রাম করে ১২.৫ কেজি,,লেয়ার ১ ফিড খুচরা ৬০ টাকা করে কিনলেও  দাম আসে ৭৫০ টাকা।

৫০০ টা মহিলা পাখি থেকে প্রতিদিন ধরলাম ৩৫০ টা ডিম পাবেন কম পক্ষে। ৩৫০ টা ডিম পাইকারি সেল করলে ৩.৫ টাকা করে ধরলে আসে ১২২৫ টাকা।

খরচ ৭৫০..আর ওশুদ ৫০ টাকা ৮০০ টাকা খরচ বাদ দিলেও ৪২৫ টাকা থাকে। এটাই হিসাব



এটা নির্ভর করবে আপনার এলাকার উপর। যদি ডিমের দাম ৩-৩.৫ টাকা পান তবে ৫০০ পাখি পালন করলে ৪০০ টাকা লাভ থাকবে।



Dim bikri korar upor nirbor korbe lav koto hobe jemon ami 4 taka pis bikri kori eijaygay amar minimam lav thakteche 2 taka+ sei hisabe 230-240 Ta pakhi palle dim jodi dey 80% tahole amar lav 400 taka + thakbe



উজুগে পাগল হইয়া খামার কইরেন না তাহলে ধরা খাবেন বর্তমান সময়ে মুরগি হাঁস কোয়েল কবুতর এগুলো ব্যাপক হারে মারা যাচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রানীক্ষেত আর হলো বাট ফ্লু এই দুইটা রোগে সারা বাংলাদেশের যত খামারি আছে তার অর্ধেক মোড়ে সাফ হয় তাই এই সময় না করাই ভালো আর এখন করলে আপনি লাভ খুঁজে পাবেন না কারণ শীত শেষ হলে কোয়েল পাখির চাহিদা কম থাকে ডিমের চাহিদা অনেক কম থাকে তাই অনেকদিন দাম কম থাকে মিনিমাম 6 থেকে সাত মাস ডিমের দাম কম থাকবে এই ছয় সাত মাস আপনার পকেট থেকে পকেট থেকে খাওয়াতে হবে



বর্তমানে ডিমের বাজার দাম অনেক কম আর ফেব্রুয়ারি মার্চ মাসে ব্যাপক হারে ভাইরাসজনিত কারণে মুরগি হাঁস কোয়েল কবুতর সব ব্যাপকভাবে মারা যায় তাই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত পাখি না উঠানোই ভালো





 যারা নতুন নতুন কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছেন অথবা করবেন তারা এক ব্রুডিং এ ৫০০ পিচের বেশি বাচ্চা ব্রুডিং না করার চেষ্টা করবেন।

কোয়েল পাখির দরদাম

  ০ বাচ্চার দাম ১০-১৫ টাকা বোর্ডিং কমপ্লিট (৭ দিন ) ২০-২৫ টাকা ১৫ দিনের বাচ্চা ৩০-৩৫ টাকা ২০ দিনের বাচ্চা ৩৫-৪০ টাকা ২৫-৩০ দিনের বাচ্চা ৫৫-৬...