ফাউমি মুরগীর খাবারের ভিন্নতা
1)
প্রথম ১ থেকে ৮ সপ্তাহ (৫৬ দিন পর্যন্ত)
যেকোনো স্টার্টার খাওয়াতে হবে । প্রতিটি বাচ্চার জন্য ২০ থেকে ২৫ গ্রাম খাবার লাগবে
। যাতে থাকবে ২০ থেকে ২২% প্রোটিন
2)
গ্রোয়ার খাদ্য ৯ থেকে ১৮ সপ্তাহ (১২৬
দিন বা ৪ মাস) পর্যন্ত
3)
৪ মাস পর যেকোনো গ্রোয়ার খাদ্য দরকার।
প্রোটিনের পরিমান থাকে ১৬ থেকে ১৮%
4)
ধান গম সয়াবিন চালের গুড়া ইত্যাদি খাবারে এড করতে
পারেন যেকোনো একবার
5)
প্রতিটি মুরগীকে দিবেন ৫০ থেকে ৭০ গ্রাম খাদ্য।
6)
১৯ সপ্তাহ (১৩৩ দিন বা ৪.৫ মাস) পরে
অর্থাৎ ডিম পাড়ার সময়ে লেয়ার লেয়ার ১ ব্যবহার করতে হবে। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভুট্টা,
চালের গুড়া, খৈল, খনিজ উপাদান থাকে
7)
প্রতিটা মুরগীকে ৮০ থেকে ১০০গ্রাম
খাবার দিতে পারেন ডিম পাড়ার সময়ে ।
8)
খাবার সঠিক দেওয়ার পরেও ডিম না দিলে
খামার পরিষ্কার রাখতে হবে।
9)
সপ্তাহে অন্তত ১ বার হলেও আপনারা মুরগীর
খাঁচা পরিষ্কার করবেন ।
10)
একটা নির্দিষ্ট টাইমে মুরগীকে আলো
বাতাস দিতে হবে।
11)
খাবারের ট্রে বারেবারে পরিষ্কার করতে
হবে।
12)
খাবারের ট্রে বা মল থেকে এ্যামোনিয়া গ্যাস তৈরি হলে
মুরগী মারা যেতে পারে বা অনেক রোগ হতে পারে ।
আপ- এভিনিউ এগ্রো বাংলাদেশ
No comments:
Post a Comment